Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারেক আইএসআইকে সাথে নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে: নানক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান পাকিস্তানের গোয়ান্দা সংস্থাকে সাথে নিয়ে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলেই নির্বাচন কমিশন কোনো চাপের মুখে নত স্বীকার না করে স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহন করতে পারছে না।

নানক বলেন, দুঃখ প্রকাশ করছি বিএনপি তাদের মনোনয়ন বাণিজ্য বেশামাল পর্যায়ে চলে গিয়েছে। ঢাকা বা বাংলাদেশে নয় লন্ডনে গিয়ে পৌছেছে এ অবস্থা। মাত্র টেলিভিশনে দেখলাম দেখলাম বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। লেজেগোবরে সৃষ্টিকারী দল থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।

তিনি আরও বলেন, যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে সে জাতিকে কখনো দাবিয়ে রাখা যায় না শেখ হাসিনার নেতৃত্বে আগামী বছরে বাংলাদেশে আওয়ামী লীগের বিজয়ের পতাকা উড়াবে।

এদিকে, ডিসেম্বর বিজয়ের মাস। আমরা বিশ্বাস করি এ বিজয়ের মাসে বাঙ্গালী জাতির নতুন করে শপথ গ্রহণ করবে যে এই নির্বাচনী ৭০ এর নির্বাচনের মতো বাঙালি জাতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি চূড়ান্ত বিজয় অর্জন করবে।

বিদ্রোহি ২৪ জন ছিল ৬-৭ জন প্রত্যাহার করেছে। যারা এখনো প্রত্যাহার করেনি তাদের সাথে আমাদের কথা হয়েছে তার দু'একদিনের মধ্য তাদের মনোনয়ন প্রত্যাহার করবে।

Bootstrap Image Preview