Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিদানের একাদশে জায়গা হয়নি রোনালদোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ PM

bdmorning Image Preview


বর্তমান ও সাবেক ফুটবলারদের নিজের পছন্দের একাদশ গড়েছেন রিয়াল মাদ্রিদ সাকেব কোচ জিনেদিন জিদান। সেই একাদশে জায়গা পেয়েছে বার্সা তারকা লিওলেন মেসি, পিএসজি নেইমার দ্য সিলভা। তবে অবাক করার বিষয়ে সেই একাদশে জায়গা পাননি রিয়ালের হয়ে সর্বোচ্চ গোল করার কারিগর ক্রিশ্চিয়ানো রোনালদো।

জ়িদানের পছন্দের ফুটবলারের মোট সংখ্যা ১৭ জন। সেখান থেকেই সেরা এগারোকে বেছে নেওয়ার পক্ষপাতী তিনি। চিনের এক সংবাদমাধ্যমে নিজের স্বপ্নের দল বাছতে বসে গোলরক্ষক হিসেবে বেছেছেন ফরাসি জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ ফাবিয়ান বার্থেজকে।

জিদানের পছন্দের একাদশে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন, জার্মান সেন্ট্রাল-ব্যাক কার্লহাইঞ্জ ফর্স্টে, ব্রাজিলের কার্লোস মোজ়ার, লরাঁ ব্লাঁ ও রিয়াল মাদ্রিদের সার্জিও র‌ামোস। লেফ্ট ব্যাকের জায়গায় তাঁর পছন্দের তিন ফুটবলার পাওলো মালদিনি, রবের্তো কার্লোস ও মার্সেলো।  রাইটব্যাকে কাফু এবং দানি আলভেস।

জ়িদান জানিয়েছেন, মাঝমাঠে তাঁর খুবই পছন্দের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা, ক্লদ মাকলেলে, লুকা মদ্রিচ। মিডফিল্ডার হিসেবে অবশ্য জ়িদান নিজেকে দলে রেখেছেন। আর আক্রমণে এই ফরাসি কিংবদন্তির পছন্দ ব্রাজিলের বড় রোনালদো, নেইমার ও লিওনেল মেসিকে। জ়িদানের পছন্দের দলে ফ্রান্স ও ব্রাজিলের ফুটবলাররা দলে ভারী। সাত জনকে তিনি বেছেছেন ব্রাজিল থেকে।

রোনালদো শুধু জিদানের একাদশই নয় বাদ পড়েছেন তার ১৭ সদস্যের দলেও। যদিও এই ফরাসি কিংবদন্তির প্রশিক্ষণেই প্রচুর গোল করেছিলেন রোনালদো। রোনালদোর ক্যারিয়ারে অর্জনের তালিকায় রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, পাঁচটি ব্যালন ডি’অর ও একটি ইউরোপিয়ান ট্রফি।

Bootstrap Image Preview