Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হাই প্রফাইল প্রার্থীদের আপিল আবেদনের ওপর শুনানি আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে আজ হাই প্রোফাইল নেতাদের আপিল আবেদনের ওপর শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ ২৩৩টি আপিল আবেদনের ওপর শুনানি করবে ইসি। এসব আবেদনের মধ্যে ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, টাঙ্গাইল-৪ ও ৮ আসনের প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-৮ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৭ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্রের ওপর শুনানি করবে ইসি।

তবে এদের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন করেছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও দলটির সাবেক ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র বাতিল হয়। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীর ৩৮৪টি মনোনয়নপত্র বাতিল করা  হয়।

Bootstrap Image Preview