Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সিএনএন ভবনে আবারও বোমা হামলার হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ১০:০৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সিএনএনের অফিসে থেকে বোমা হামলার হুমকির কারণে বৃহস্পতিবার রাতে লোকজনকে সরিয়ে নেয়া হয়। তবে শেষ পর্যন্ত সেখানে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।

বোমা হামলার হুমকির কারণে সেখানে নব্বই মিনিটের নাটকীয় তৎপরতা চলে। আর এ ঘটনা গত অক্টোবরের কথাই সকলকে মনে করিয়ে দিল। সে সময়েও বোমা হামলার হুমকির কারণে নিউইয়র্কে সিএনএনের সদরদপ্তর খালি করে ফেলা হয়েছিল। তবে তখন বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছিল।

তবে তখন বিস্ফোরক দ্রব্য পাওয়া গিয়েছিল। সিএনএনের ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নিউজরুমে ফায়ার এলার্ম বাজলে সবাই রুম ছেড়ে বাইরে যায়।

সেসময় সাংবাদিক ডন লেমনের অনুষ্ঠান ‘সিএনএন টুনাইট’ চলছিল। এ সময় হুমকি আসার সঙ্গে সঙ্গে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। তখন সরাসরি সম্প্রচার বন্ধ করে ধারণকৃত সম্প্রচারে চলে যায় সিএনএন। এর ঘণ্টাখানেক পর সিএনএন স্কাইপি’র মাধ্যমে তাদের সম্প্রচার কার্যক্রম চালায়।

Bootstrap Image Preview