Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্ষুদে মেসি মুর্তাজাকে কেটে টুকরো টুকরো করার হুমকি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:২৮ PM

bdmorning Image Preview


আফগানিস্তানের সেই ক্ষুদে মেসির কথা মনে আছে?পলিথিনের ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে নজর কেড়ে ছিলো সবার। হ্যাঁ, মুর্তাজা আহমেদির কথা বলছি।এই মুর্তাজা এখন তালেবানদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে।  ছেলে অপহরণের ভয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল মুর্তাজার পরিবার৷ পরে কাবুলে ফিরলেও তালিবান আতঙ্কে কার্যত গৃহবন্দি ‘আফগান মেসি’৷

মুর্তাজার মা শাফিকা জানান, ‘অনেকেই বলছে তালিবানরা আমার ছেলেকে খুঁজছে৷ ওরা খুঁজে পেলে আমার ছেলেকে টুকরো টুকরো করে কেটে ফেলবে৷ তাই আমি সবসময় ওর মুখ ঢেকে রাখার চেষ্টা করি৷’ দেশে ফিরলেও তাদের জেলা জাগহরিতে থাকতে পারেনি মুর্তাজার পরিবার৷ কারণ বন্দুকের আওয়াজ শোনার পর রাতারাতি কাবুলে চলে আসে৷ রাজধানীতে বাড়ি ভাড়া করে থাকে মেসির এই খুদে ফ্যান৷

এর আগে তালিবানিদের হাত থেকে বাঁচতে মা-বাবার সঙ্গে দু’ বছর আগে পালিয়ে গিয়েছিল পাকিস্তানে। আসল জার্সি কেনার সামর্থ্য নেই বলে পলিথিন দিয়ে তৈরি করে নিয়েছিল লিওনেল মেসির জার্সি। এই ভালোবাসা দেখে আবেগে ভেসেছে বিশ্ব। মেসি নিজেও বাদ যাননি।

 

আর্জেন্টাইন অধিনায়ক নিজে শিশুটিকে ডেকে নিতে চেয়েছিলেন বার্সেলোনায়। কিন্তু ভিসা জটিলতার কারণে তখন তা সম্ভব হয়নি। পরে ইউনিসেফ আফগানিস্তানের মাধ্যমে মেসি দু’টি জার্সি ও কিছু ফুটবল উপহার পাঠিয়েছিল মোর্তাজাকে। পরে অবশ্য স্বপ্নপূরণ হয় মুর্তাজার৷ প্লাস্টিক মেসি নামে সারা বিশ্বে পরিচিতি ছড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview