Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বাকি বিল্লাহ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৩ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছে অন্তত ২০ জন।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে জেলার শিবপুর উপজেলার সৈয়দনগরে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- জেলার শিবপুরের ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন, লোকাল বাসের চালক উত্তর নাগরিয়াকান্দি গ্রামের তাহের মিয়ার ছেলে আনোয়ার হোসেন, শিবপুরের কারাচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ১১ টার দিকে ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী নিরাপদ পরিবহনের লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ২২ জন।

আহতদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরো ২ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাস দু'টি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
 

Bootstrap Image Preview