Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কাতারে কুরআন প্রতিযোগিতায় প্রথম হলো সিলেটের মাহি

হাসান বখস, কাতার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


কাতারে অনুষ্ঠিত ২৫তম শেখ জসিম বিন মোহাম্মদ বিন থানি পবিত্র কোরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে ৪টি দেশের ২৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথমস্থান অর্জন করেছে সিলেটের বিশ্বনাথের শিশু হাফেজ সাঈদ ইসলাম মাহি (১৩)।

শিশু হাফেজ সাঈদ ইসলাম মাহি উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের আবদুল ইসলামের পুত্র। সে স্বপরিবারে কাতারে বসবাস করে। 

সোমবার (৩ ডিসেম্বর) কাতারের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি দেশের ৫ হাজার প্রতিযোগী অংশ নেয়। কাতারের ইসলামিক বিষয়ক প্রতিমন্ত্রী এইচএইচ ড. গণিত বিন মুবারক আল কুওভারী সাঈদের হাতে প্রথম পুরস্কার (১ লক্ষ রিয়াল) তুলে দেন।

শিশু হাফিজ মো. সাঈদ ইসলাম মাহি কাতারে একটি প্রাইভেট হাফিজিয়া মাদরাসায় অধ্যয়নরত। হিফজুল কুরআন প্রতিযোগিতায় চারটি দেশের পাঁচ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে সে। সে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে সকলের কাছে দোয়া প্রার্থী। 

Bootstrap Image Preview