Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুয়াওয়ের নির্বাহী গ্রেফতারে কানাডার সংশ্লিষ্টতা নেই: ট্রুডো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ PM

bdmorning Image Preview


চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের শীর্ষ এক নির্বাহী গ্রেফতারে কানাডা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

চলতি মাসের ১ তারিখ ভ্যানকুভার থেকে চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেইয়ের মেয়েকে গ্রেফতার করে কানাডিয়ান কর্তৃপক্ষ। কিন্তু এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় গতকাল বৃহস্পতিবার।

গ্রেফতার হওয়া মেং ওয়াংজু হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। কানাডায় ফ্লাইট পরিবর্তনের সময় যুক্তরাষ্ট্রের অনুরোধে তাকে আটক করে কানাডার নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে ওয়াংজুর মুক্তি দাবি করেছে চীন। তারা বলছে, এ ধরনের গ্রেফতার মানবাধিকারের লঙ্ঘন।

এদিকে নিজেদের এক নির্বাহী গ্রেফতার হওয়ার বিষয় হুয়াওয়ে জানায়, ওয়াংজুকে কেন আটক করা হলো এ সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই। এমনকি তিনি কোনো ভুল করেছেন কিনা সেটাও তারা জানেন না।

এবিষয় কানাডার বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার (৭ ডিসেম্বর) তার জামিনের শুনানি হবে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে বলছে, অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করছে হুয়াওয়ে। এ কারণে তদন্তও চলমান রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের আইনজীবীরা হুয়াওয়েকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বার বার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এসব কিছু মিলিয়ে মেং ওয়াংজু গ্রেফতার হয়েছেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Bootstrap Image Preview