Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানে বিমানে সংঘর্ষ, ৫ মেরিন সেনা নিখোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১২:১৪ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার একটি রিফুয়েলিং বিমান ও একটি জঙ্গিবিমানের মধ্যে সংঘর্ষ হয়। বিমান দুর্ঘটনার পর ছয়টি হেলিকপ্টার ও তিনটি জাহাজ অনুসন্ধান তৎপরতায় যোগ দেয়। বিমান দুটি সাগরের বুকে ভেঙে পড়েছে। জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে আমেরিকায় এ দুটি বিমানের সংঘর্ষে অন্তত ৫ মেরিন সেনা নিখোঁজ হয়েছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান দুর্ঘটনার কবলে পড়া সাত মেরিন সেনার মধ্যে দুজনকে পাওয়া গেছে। সংঘর্ষে জড়িত এফ/এ-১৮ হর্নেট বিমান এবং কেসি-১৩০ হারকিউলেস বিমানের আরোহী ছিলেন তারা। উদ্ধার করা এক সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে তবে দ্বিতীয় জনের বিষয়ে বিস্তারিত কিছু বলে নি জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে স্থানীয় সময় বুধরাত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমান দুর্ঘটনার বিষয়ে জাপান ও আমেরিকা পরস্পরের মধ্যে প্রয়োজনীয় তথ্য বিনিময় করছে বলে জানিয়েছেন জাপানি প্রতিরক্ষামন্ত্রী তাকেশি ইয়োয়াইয়া।

Bootstrap Image Preview