Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্প্যানিশ লিগের শেষ ষোলোতে রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৬ AM

bdmorning Image Preview


 

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির দল মেলিলাকে হাফ-ডজন গোল দিয়ে কোপা দেল রে শেষ ষোলোয় পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ৷ দলের বড় তারকাদের বিশ্রামে পাঠিয়ে ৬-১ গোলের জয় তুলে নিল তারা। জোড়া গোল করেছেন ইসকো।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে আধঘণ্টার বেশি সময়৷ রিয়ালের গোলের অপেক্ষার অবসান হয় ৩৩ মিনিটে। দূর থেকে বল নিয়ে এগিয়ে দু’ জনকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে মেলিলার জালে বল জড়ান মার্কো আসেনসিও। 

তিন মিনিট পরই স্প্যানিশ এই উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো। ৩৯ মিনিটে ব্যবধান ৩-০ করে রিয়াল। এবার আসেনসিওর ক্রস থেকে বল প্রতিপক্ষের জালে পাঠান রিয়ালের ‘বি’ দল থেকে সুযোগ পাওয়া তরুণ ডিভেন্ডার হাভিয়ের সানচেস।

বিরতির পর ৪৭ মিনিটে ইসকো গোল করে রিয়ালকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে। ৭৫ মিনিটে রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র গোল পেলে ব্যবধান হয় ৫-০। ভিনিসিয়াসের এটা ছিল প্রথম সিনিয়র গোল। ৮৩ মিনিটে ইসকো তার জোড়া গোল পূর্ণ করলে রিয়ালের লিড হয় ৬-০। অবশ্য ৮৫ মিনিটে পেনাল্টি থেকে মেলিলার ইয়াসিনে কোয়াসমি একটি গোল শোধ দেন। কিন্তু সেটা কেবল ব্যবধানই কমিয়েছে।

প্রথম লিগে মেলিলাকে ৪-০ জিতেছিল সান্তিয়াগো সোলারির ছেলেরা৷ দুই লিগ মিলে ১০-১ গোল পার্থক্যে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ৷

Bootstrap Image Preview