Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাঙ্গার আশঙ্কায় আগামীকাল বন্ধ থাকছে আইফেল টাওয়ার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬ AM

bdmorning Image Preview


ফ্রান্সে চলছে সরকারবিরোধী আন্দোলন। এই আন্দোলনে যে কোনো সময় সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে আইফেল টাওয়ার বন্ধ করে দেয়া হচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) ফ্রান্সের প্যারিসে পরবর্তী দাঙ্গার আশঙ্কায় আইফেল টাওয়ার বন্ধ থাকছে বলে জানিয়েছে বিবিসি।

দাঙ্গা ঠেকাতে ফ্রান্স জুড়ে ৮৯ হাজার পুলিশ কর্মকর্তা নিয়োজিত থাকবেন এবং প্যারিসে সাঁজোয়া যান রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এডওয়ার্ড ফিলিপে।

প্যারিসের দোকান এবং রেস্টুরেন্টগুলোকে বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ সময় বেশ কিছু জাদুঘরও বন্ধ থাকবে।

সরকারবিরোধী আন্দোলন কয়েক দশকের মধ্যে গত শনিবার সবচেয়ে বড় দাঙ্গার মুখোমুখি হয়েছে প্যারিস। এই শনিবার আবারও দাঙ্গার আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তেলের দাম বৃদ্ধি কারণে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে দেশটির জনগণ। এই আন্দোলন এক পর্যায়ে বিশাল আকার ধারণ করে। জনগণের চাপের মুখে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করলেও কিছুতেই আন্দোলন দমাতে পারছে না সরকার।

সম্প্রতি শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নেমে আসে তরুণরা। ইভলিন্স অঞ্চলে একটি স্কুলের সামনে আন্দোলনের সময় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় ১৪০ জনেরও বেশি তরুণকে গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview