Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে পাইলটদের অভিনন্দন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ড্রিমলাইনার ‘হংসবলাকা’ পরিদর্শনে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।

বৃহস্পতিবার বাপা সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান ও ক্যাপ্টেন নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বিমানের ‘হংসবলাকা’ পরিদর্শনে আসায় আমরা পাইলট সমাজ অত্যন্ত আনন্দিত, অভিভূত ও অনুপ্রাণিত। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয় এয়ারলাইন্সের প্রতি আপনার অগাধ ভালোবাসা, সহযোগিতা আমরা সবসময়-ই দেখে আসছি। প্রযুক্তির উন্নয়নে বিশ্বে আজ ‘জিজিটাল বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পেয়েছি আমরা। তারই ধারাবাহিকতায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বিমান।

‘আপনার বলিষ্ঠ পদক্ষেপে বিমান বহরে সর্বমোট ১০টি সর্বাধুনিক উড়োজাহাজ ক্রয়ের মাধ্যমে ইতোমধ্যেই আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। অষ্টম উড়োজাহাজটি সংযোজিত হলো। আরও দুটি উড়োজাহাজ সংযোজনের অপেক্ষায়। বাংলাদেশ এয়ারলাইন্স’র উন্নয়নে অতীতে যেমন আপনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, ভবিষ্যতেও আপনার সুদৃঢ় ভূমিকা থাকবে বলে আমরা মনে-প্রাণে বিশ্বাস করি।’

‘আপনার বিচক্ষণতার কারণে আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সমৃদ্ধ এয়ারলাইন্সে পরিণত হয়েছে। আগামীতে আপনার দেখানো পথ ধরে বিশ্ব মানচিত্রে বিমান নতুন পরিচিতি পাবে বলে আমরা বিশ্বাস করি। বিমানসহ এ দেশের প্রতিটি দিক ও বিভাগে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। আপনার প্রতি পাইলট সমাজের গভীর শ্রদ্ধা ও শুভ কামনা অব্যাহত থাকবে’,- বলা হয় অভিনন্দন বার্তায়।

প্রসঙ্গত, গতকাল বুধবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের টারমার্কে জাতীয় পতাকাবাহী বোয়িং ৭৮৭-৮ মডেলের দ্বিতীয় ড্রিমলাইনার উড়োজাহাজ ‘হংসবলাকা’ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা ২৭১ আসনের এ উড়োজাহাজটিতে উঠে ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। একপর্যায়ে তিনি বিমানের ককপিটে পাইলটের আসনে বসেন। বিমানটির হংসবলাকার নামকরণও করেছিলেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview