Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাঝ আকাশে দুই মার্কিন বিমানের সংঘর্ষে ৬ সেনা নিখোঁজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাপান উপকূলে মার্কিন সামরিক বাহিনীর দু’টি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুাটি বিধ্বস্ত হয়। এতে যুক্তরাষ্ট্রের ছয় মেরিন সৈন্য নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার জ্বালানী ভরার প্রশিক্ষণকালে বিমান দু’টি বিধ্বস্ত হয়। খবর ইন্ডিপেন্ডেন্ট ও এএফপির।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন নিখোঁজদের সন্ধানে সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে জাপানের ‍উদ্ধারকর্মীরা। তাকাশি আইওয়াইয়া সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে এক সৈন্যকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এখনো নিখোঁজ বিমান দু’টির সন্ধানে মার্কিন সামরিক বাহিনী ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর বিমান এবং জাহাজ অভিযান চালাচ্ছে। আমি আশা করছি এতে নিখোঁজ সকল সদস্যকে যত দ্রুত সম্ভব নিরাপদে উদ্ধার করা হবে।’

আইওয়াইয়া জানান, দু’জন ক্রূসহ এফ/এ-১৮ যুদ্ধবিমান ও পাঁচ ক্রূসহ কেসি-১৩০ রিফুয়েলিং ট্যাঙ্কার জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে বিধ্বস্ত হয়। উদ্ধার হওয়া ক্রূ সদস্য যুদ্ধবিমানে ছিলেন।

Bootstrap Image Preview