Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আবারো পয়েন্ট খেয়ালো পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ PM

bdmorning Image Preview


লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচ জয় দিয়ে শুরু করে চমক দেখিয়েছিল নেইমার-এমবাপের পিএসজি। কিন্তু এর পরেই যেন ছন্দপতন। শনিবার বোর্দোর মাঠে ২-২ গোলে ড্র করার পর বুধবার রাতে স্ত্রাসবুর্গের সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিলো টমাস টুখেলের দল। ইনজুরির কারণে এই ম্যাচে দলের বাইরে ছিলেন নেইমার। এতে ১৬ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে পিএসজি’র পয়েন্ট ৪৪। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৩০।

বল দখলের লড়াই এদিন শুরু থেকেই এগিয়ে ছিলো পিএসজি। কিন্তু গোলের দেখা পাচ্ছিন না তারা। পিএসজির গোলের সন্ধানে থাকলেও ম্যাচে লিড প্রথম পায় স্ত্রাসবুর্গ। ম্যাচের ৪০ মিনিটে ডি-বক্সের ভেতর পিএসজি’র জার্মান ডিফেন্ডার ঠিলো কিহেহার হাতে বল লাগলে পেনাল্টি পায় স্ত্রাসবুর্গ। গোল করে স্ত্রাসবুর্গের হয়ে কাজে লাগান ফরাসি ডিফেন্ডার কেনি লালা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতীয় যায় পিএসজি

বিরতি থেকে মাঠে ফিরে সমতা আনে পিএসজি।ম্যাচের ৭১তম মিনিটে ডি-বক্সের ভেতর এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। এ সময় পেনাল্টি পেয়ে গোল করেন উরুগুয়ে সুপারস্টার কাভানি।এবারের আসরে কাভানির এটি দশম গোল।  শেষ অবদি আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

Bootstrap Image Preview