Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অফিস ভাড়ার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যে শহর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM

bdmorning Image Preview


অফিস ভাড়ার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং। পৃথিবীর অন্য যে কোনো শহরের চেয়ে হংকংয়ে ভাড়া, ট্যাক্স এবং সার্ভিস চার্জসহ আবাসন খরচ অনেকটাই বেশি। গত চার বছর ধরে হংকংয়ের সেন্ট্রাল অঞ্চলটি অফিস ভাড়ার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থান হিসেবে জায়গা করে নিয়েছে বলে জানিয়েছে রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান জেএলএল।

এ বিষয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের সেন্ট্রাল অঞ্চলটিতে নিউইয়র্কের মিডটাউনের চেয়ে খরচ ৬০ শতাংশ বেশি। অন্যদিকে লন্ডনের ওয়েস্ট এন্ডের চেয়ে খরচ বেশি ৭৫ শতাংশ।

জেএলএল মোট ৬০টি শহরের তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করেছে। যেখানে অফিস আবাসন খরচের শীর্ষে আছে হংকংয়ের সেন্ট্রাল অঞ্চল। এখানে বছরে প্রতি বর্গফুটে খরচ হয় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা।

এরপরই আছে নিউইয়র্কের মিডটাউন। এখানে বছরে প্রতি বর্গফুটে খরচ হয় প্রায় ১৮ হাজার টাকা। এছাড়া লন্ডনের ওয়েস্ট এন্ডে প্রায় ১৭ হাজার টাকা, বেইজিংয়ের ফিন্যান্স স্ট্রিটে প্রায় ১৬ হাজার টাকা এবং নিউইয়র্কের মিডটাউন সাউথে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অল্প খরচে কোথাও ব্যবসা সম্প্রসারণ করতে হলে আপনাকে আফ্রিকা অঞ্চলের দিকে যেতে হবে। জোহানেসবার্গে বছরে প্রতি বর্গফুটের জন্য আপনাকে মাত্র ১ হাজার ৭০০ টাকা গুনতে হবে। নাইরোবিতেও খরচ অনেকটা এরকমই।

Bootstrap Image Preview