Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরী পেতে যাচ্ছে জার্মানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এবার নেতৃত্বে পরিবর্তন আনার তোড়জোড় শুরু হয়েছে জার্মানিতে। অ্যাঙ্গেলা মার্কেল সুদীর্ঘ ১৮ বছর জার্মানির ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) দলটির হাল ধরে আছেন। তবে এবার সে অবস্থা পাল্টাচ্ছে।

শেষ পর্যন্ত জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরী নির্বাচনে ভোট হতে যাচ্ছে শুক্রবার। ওই দিন তার দলের পরবর্তী প্রধান নির্বাচন করতে ভোটাভুটি হবে।

জার্মানীর জাতীয় নির্বাচনে মের্কেল নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ) বিগত নির্বাচনের চেয়ে অনেক কম ভোট পাওয়ায় অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী এই নেতা তার দলের প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন।

দলের মধ্যে কয়েক বছর ধরে চলা বিশৃঙ্খলা এবং ১০ লাখের বেশি অভিবাসন প্রত্যার্শীদের জন্য সীমান্ত খুলে দেয়ার মের্কেলের বিতর্কিত সিদ্ধান্তের ওপর ভোটাভুটির পর তিনি ২০২১ সালে তার মেয়াদ পূর্ণ হলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে জানান।

Bootstrap Image Preview