Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, মে ২০২০ | ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বিশ্বজুড়ে কমছে জঙ্গিবাদ বাড়ছে কট্টর ডানপন্থী সন্ত্রাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০০ AM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:০১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বজুড়ে জঙ্গিবাদ কমছে। কমছে এ সম্পর্কিত হতাহতের ঘটনা। অন্যদিকে দেশে দেশে মাথা চাড়া দিচ্ছে কট্টর ডানপন্থী উগ্রবাদ ও সন্ত্রাস। ২০১৭ সাল থেকে এ প্রবণতা লক্ষ্য করা গেছে। বিশ্ব সন্ত্রাসবাদ সূচক-২০১৮ এর রিপোর্টের মূল্যায়নে বৈশ্বিক সন্ত্রাসবাদের এ চিত্র উঠে এসেছে। বার্ষিক রিপোর্টটি বুধবার প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) এটি প্রকাশ করে থাকে। ২০০০ সাল থেকে সন্ত্রাসবাদের বিভিন্ন ধরন, ধারণা ও মূল প্রবণতা এবং অর্থনীতির ওপর এর প্রভাব সম্পর্কিত সার প্রকাশ করে আসছে। খবর সিএনএনের।

অ-রাষ্ট্রীয় বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিবেচনায় নিয়ে রিপোর্ট প্রস্তুত করে আইইপি। সংস্থাটি রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্য পূরণে অ-রাষ্ট্রীয় কোনো গোষ্ঠীর অন্য কারও ওপর ভয়-ভীতি প্রদর্শন ও অন্যায়ভাবে শক্তিপ্রয়োগকে সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করছে।

এ বছর বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে ১৬৩টি দেশে বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড তদন্ত করেছে সংস্থাটি। সন্ত্রাসবাদ সূচক-২০১৮ রিপোর্ট মতে, ২০১৭ সালে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ২৭ ভাগ কমেছে। ১৬৩টি দেশের মধ্যে ৯৬ দেশে সন্ত্রাস পরিস্থিতির উন্নতি হয়েছে। অবনতি হয়েছে ৪৬টি দেশে।

এছাড়া ২০১৭ সালে সন্ত্রাসবাদের কারণে অন্তত একজনের মৃত্যু হয়েছে এমন দেশ ৬৭টি। এর আগের বছর এ সংখ্যা ছিল ৭৯টি।

রিপোর্ট মতে, ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের উপস্থিতি ও হতাহতের ঘটনা দ্রুতই কমে আসছে। ২০১৭ সালে সন্ত্রাসী হামলা আগের বছরের চেয়ে ৫২ ভাগ কমেছে। তারপরও ওই বছর ইরাকে নিহত হয়েছে ৫ হাজার এবং সিরিয়ায় ১ হাজার। ইউরোপে সন্ত্রাসবাদে মৃত্যুর হার কমেছে সবচেয়ে বেশি।

২০১৭ সালে আগের বছরের চেয়ে ৭৫ ভাগ কমে গেছে। জঙ্গিবাদ কমার এ প্রবণতাকে আইইপির চেয়ারম্যান স্টিভ কিলেলিয়া ‘চরম নাটকীয়’ বলে আ্যখায়িত করেছেন। জঙ্গিবাদের এ চিত্রের বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে মাথা চাড়া দিয়ে উঠছে কট্টর ডানপন্থা।

Bootstrap Image Preview