Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যালন ডি’অরের মঞ্চে নাচ নিয়ে বিতর্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


ব্যালন ডি’অর মঞ্চে বিতর্ক৷এবার নতুন একটি বিভাগে ব্যালন ডি’অর দেওয়া শুরু হল৷ ছেলেদের পাশাপাশি এ’বছর থেকে এই পুরস্কার পাচ্ছেন মেয়েরাও৷ প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন নরওয়ের মহিলা ফুটবলার এডা হেগারবার্গ৷ ফরাসি লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অলিম্পিক লিওঁর ক্লাবের হয়ে বড় ভূমিকা রয়েছে এডারের৷

তবে প্যারিসে এ রকম জমকালো অনুষ্ঠানে তারকাদের চাঁদের হাঁটের মধ্যেও বিতর্কের ছায়া লেগে থাকল। মেয়েদের বর্ষসেরা এডাকে পুরস্কার জেতার পরে অনুষ্ঠানের ফরাসি ডিজে মার্টিন সলভেইগ বিশেষ একটি নাচ জানেন কি না প্রশ্ন করেন। যাকে অনেকে ‘অশ্লীল নাচ’ বলেও মনে করেন। হিপ বিকৃতি করে এই ধরনের নাচ নাচা হয়৷উত্তরে নরওয়ের তারকা বলেন ‘না’। ব্যাপারটা সেখানেই মেটেনি, উত্তর দেওয়ার সময় এডাকে যথেষ্ট বিরক্ত লাগছিল। 

সোশ্যাল মিডিয়ায় এর পরেই ফরাসি ডিজের প্রবল সমালোচনা শুরু হয়ে যায়। ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারেও প্রবল ইনস্টাগ্রামে লেখেন, ‘‘খেলাধুলাতেও পুরুষ-প্রাধান্য থাকার আরও একটা উদাহরণ। যারা মনে করছে ঘটনাটা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে, তাদের বলি মোটেও তা নয়। আমি সারা জীবন খেলাধুলোর জগতে কাটিয়েছি। ব্যাপারটা যে পর্যায়ে রয়েছে, ভাবা যায় না।’’ প্রবল বিতর্কের পরে সলভেইগ শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন। তিনি টুইট করেন, ‘‘যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি, তা হলে ক্ষমা চাইছি।’’ পরে তিনি এডার কাছেও ক্ষমা চান। 

সঞ্চালকের এমন অদ্ভূত আমন্ত্রণের যুক্তি খুঁজে পাওয়া যায়নি৷ পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন৷ নিজের পোস্টে ঐ সঞ্চালক বলেন, পুরস্কার জয়ের পর সেলিব্রেশন করতে টোয়ার্কিং ডান্স করতে আহ্বান করি৷কোনও খারাপ উদেশ্য ছিল না৷ ওটা একটা রশিকতা ছাড়া কিছুই ছিলো না। আমার ওই ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।

Bootstrap Image Preview