Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টানা ১৫ ম্যাচে অপ্রতিরোধ্য ম্যানসিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৫৩ PM

bdmorning Image Preview


ইপিএলে আটকানো যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটিকে।গতবার চ্যাম্পিয়নের রেশ বজায় রেখে চলতি মৌসুমেও প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে পেপ গুয়ার্দিয়োলার ছেলেরা। ১৫ ম্যাচ পরেও হারের দেখা তো নেইই উপরন্তু টানা সাত ম্যাচে জয়ে ক্রমেই লিগ শীর্ষে অবস্থান মজবুত করে চলেছেন লেরয় সেন, গ্যাব্রিয়েল জেসুসরা।

ঘরের মাঠে বৌর্নমাউথকে হারানোর পর মঙ্গলবার প্রিমিয়ার লিগে ম্যান সিটির শিকার ওয়াটফোর্ড। অ্যাওয়ে গেমে ২-১ গোলে সহজ জয় তুলে নিল গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে বেশিরভাগ সময়টা প্রতিপক্ষের অর্ধেই ফুটবল খেলে গেলেন ম্যান সিটি ফুটবলাররা। ১১ মিনিটেই দলকে এগিয়ে দিতে পারতেন সেন। কিন্তু একের বিরুদ্ধে এক লড়াইয়ে এক্ষেত্রে বেলজিয়ান স্ট্রাইকারকে রুখে দেন ওয়াটফোর্ড গোলরক্ষক। ১৯ মিনিটে সিটির সামনে ফের ঢাল হয়ে দাঁড়ালেন এদেরসন। ৩২ মিনিটে একটি সহজ সুযোগ নষ্ট করে ওয়াটফোর্ডও।

ম্যাচের নিয়ন্ত্রণ মোটামুটি হাতে থাকলেও গোল পেতে ম্যান সিটির সময় লাগল ৪০ মিনিট। রিয়াদ মাহরেজের দুরন্ত ক্রস বুক দিয়ে নামিয়ে বিপক্ষ গোলরক্ষককে নাটমেগ করে যান সেন। প্রথমার্ধ শেষ হবার মিনিট পাঁচেক আগে ম্যাচে লিড নেয় সফরকারী দল।

প্রথমার্ধে সেনকে অ্যাসিস্ট করার পর ৫১ মিনিটে স্কোরশিটে নিজেই নাম তুলে নেন আলজিরিয়ান রিয়াদ মাহরেজ। জেসুসের দুরন্ত কাট ব্যাক থেকে এক্ষেত্রে বক্সের মধ্যে বাঁ পায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি। জেসুস, মাহরেজরা সুযোগ কাজে লাগাতে পারলে ফের ব্যবধান বাড়িয়ে নিতে পারত ম্যান সিটি। কিন্তু তা হয়ে ওঠেনি। উলটে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এক গোলের ব্যবধান কমিয়ে আনে ওয়াটফোর্ড। তবে তা কোনও পয়েন্ট পাওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। শেষ অবধি ২-১ গোলে টানা সপ্তম ম্যাচ জিতে মাঠ ছাড়ে ম্যান সিটি। এই জয়ের ফলে লিগ শীর্ষে থাকা গুয়ার্দিয়োলার দলের পয়েন্ট দাঁড়াল ১৫ ম্যাচে ৪১। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা লিভারপুলের থেকে তারা এগিয়ে পাঁচ পয়েন্টে।

Bootstrap Image Preview