Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় বিএনপি'র দেড়যুগ পর দলীয় কোন্দলের অবসান

লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) হাতীবান্ধা উপজেলা বিএনপি কার্যালয়ে দীর্ঘ দিন পর দলীয় কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফলে প্রায় দেড় যুগ ধরে বিদ্যমান হাতীবান্ধা উপজেলা বিএনপি’র দলীয় কোন্দলের অবসান ঘটে। নেতাকর্মীদের মাঝে ফিরে আসে প্রাণ চঞ্চলতা।

হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেনের সভাপতি উক্ত কর্মী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সাবেক আহবায়ক শাফিউল আলম বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছাত্তার, আব্দুল জলিল, সাইয়াকুল ইসলাম, সফিয়ার রহমান, যুবদল সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, ছাত্রদল সম্পাদক রেজাউল করিম, কলেজ ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান ও আরাফাত হোসেন ইস্তি প্রমুখ। 

সভায় বক্তরা বলেন, খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানকে বীর বেশ দেশে ফেরাসহ দেশের গণতন্ত্র উদ্ধার আগামী নির্বাচনে বিজয়ের বিকল্প কিছুই নেই।   

উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলা বিএনপি দীর্ঘ দিন ধরে ৩ গ্রুপে বিভক্ত হয়ে রাজনীতি করে আসছে। একটি অংশ উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেন, দুইটি অংশ উপজেলা বিএনপি’র সদস্য সচিব আফজাল হোসেন মিয়া ও সাবেক এমপি মরহুম জয়নুল আবেদীন সরকারের পুত্র সায়েদুজ্জামান কোয়েল নিয়ন্ত্রণ করে আসছে।

Bootstrap Image Preview