Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গ্রুপ লীডদের সমন্বয় সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:১৯ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সিএসআরএল এর সহায়তায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গ্রুপ লীডদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রগতির সভা কক্ষে জলবায়ু পরিষদ শ্যামনগরের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিষদ শ্যামনগরের সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সিএসআরএলের কর্মকর্তা সোয়েব চেীধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্রিটিশ কাউন্সিল প্রকাশের ক্লাইমেট গভর্নেন্স এর প্রজেক্ট কো–অর্ডিনেটর মোঃ ফরহাদ হোসেন, জলবায়ু পরিষদ শ্যামনগরের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, উপজেলা জাসদ সভাপতি শেখ হারুনর রশিদ, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক রনজিৎ বর্মন, এ্যাড.জি এম মুনসুর রহমান, অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, মুক্তিযোদ্ধা আলী আশরাফ, সাংবাদিক আবু সাইদ, সাবেক ইউপি সদস্য সোহেলী পারভীন ঝর্ণা, চ্যানেল আই কৃষি পদক প্রাপ্ত কৃষক সিরাজুল ইসলাম, জাসদ নেতা আলতাপ হোসেন প্রমুখ।

সভায় বিভিন্ন গ্রুপ লীডদের জলবায়ু সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে কমিটি গঠন, রিপোর্ট পেশ, জলবায়ু তথ্য সেন্টার সমৃদ্ধকরণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। 

Bootstrap Image Preview