Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার সুপারির ভিতর ইয়াবা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৫ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:০৫ PM

bdmorning Image Preview


পায়ুপথ, নারকেল, কাঠাল, লবনের গাড়ি, সাইকেলের সিট কিংবা বিভিন্ন স্থানে ইয়াবা বহন করলেও এবার সুপারির ভিতর পাওয়া গেল নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা।

কক্সবাজার থেকে ঢাকায় পাচারের সময় স্কচটেপে মুড়িয়ে কাঁচা সুপারির খোসার ভিতর লুকিয়ে রাখা দেড় হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে ঢাকার বাড্ডা এলাকার ইমদাদুল হক মিলন (২৩) ও মো. সেলিম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে চকরিয়া উপজেলার চিরিংগা হাইওয়ে পুলিশ।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ঢাকা ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার আমতলা ও চিরিংগা হাইওয়েতে পাহারা বসান। ভোরের দিকে একটি পিক আপ আমতলা এলাকায় এলে সেটিকে থামানো হয়। এর পর তল্লাশি চালিয়ে পিক আপের ভেতর শুকনা ও কাঁচা সুপারির বস্তা পাওয়া যায়।

সাইদুল ইসলাম আরও বলেন, বস্তাগুলো খুলে ভেতরে সুপারিগুলো পরীক্ষা করে দেখা যায়, ভেতরে স্কচটেপ দিয়ে ইয়াবা মুড়িয়ে রাখা আর বাইরে থেকে সুপারির খোসা আঠার মাধ্যমে আটকানো। পরে মিলন ও সেলিমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ফাঁড়ির এটিএসআই কাঞ্চন সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Bootstrap Image Preview