Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে চার দেশীয় বাণিজ্যিক বৈঠক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:০৯ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:০৯ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান’র মধ্যে আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বুড়িমারী স্থলবন্দর হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) খায়রুল বাশারের সভাপতিত্বে চার দেশীয় প্রতিনিধিরা ব্যবসা সম্পর্কীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ কাস্টমসের রংপুর বিভাগীয় সহকারী কমিশনার আব্দুল মান্নান সরদার, ভুটানের আঞ্চলিক পরিচালক সোনাম দরজি, ভারতের অতিরিক্ত কমিশনার শ্রী রামেশ ভার মিনা ও নেপালের চিফ কাস্টম অফিসার টেক বাহাদুর আরিয়াল নিজ দেশের প্রতিনিধিদের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশের পাঁচ জন, নেপালের তিন জন, ভুটান ও ভারতের চার জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা চার দেশীয় আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

Bootstrap Image Preview