Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তদবির জিনিসটা খুব খারাপ নাঃ অর্থমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, 'তদবির জিনিসটা খুব খারাপ না। রাস্তা দেখিয়ে দেয়াটা একটা সার্ভিস। নিউইয়র্ক সিটি অফিসেও দালাল আছে। এটাকে সিস্টেমে ঢুকিয়ে ফেলতে হবে। দিস উইল বি নট ব্ল্যাক এনিমোর।'

আজ (৪ ডিসেম্বর, মঙ্গলবার) বিকেলে রাজধানীর এক পাঁচতারকা হোটেলে 'ইজ অফ ডুয়িং বিজনেস রিফরম' শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।

ব্যবসা সহজীকরণে সরকারের উদ্যোগ নিয়ে তিনি বলেন, প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ড একত্রিত করে বিডা করা হয়েছিল। ট্রেড লাইসেন্স থাকলে অন্য কোথাও যাতে না আটকায়, সেই ব্যবস্থা করতে হবে। বন্দর থেকে মালপত্র খালাসে আমাদের আরো নজর দিতে হবে। 

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের উন্নয়ন বিস্ময়কর। এইচএসবিসি'র প্রতিবেদন অনুসারে ২০৩০ সালে বিশ্বে আমাদের অর্থনীতির অবস্থান হবে ২৬ তম। আমরা অনেক এগিয়ে যাচ্ছি তবে ব্যবসা সহজীকরণে আমাদের আরো কাজ করতে হবে।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, 'ইজ অফ ডুয়িং বিজনেস রিফরম' কমিটি ২০১৭ সালের জানুয়ারীতে গঠিত হলেও প্রায় দুই বছর পর প্রথম মিটিং হচ্ছে। কমিটিতে কোন ব্যবসায়ী নেতা নেই। বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের অবস্থান ১৭৬ তম দেখলে কিভাবে আসবে? সব ক্ষেত্রে আমরা এগিয়ে গেলেও এক্ষেত্রে আমাদের আরো এগুতে হবে।

নৌ মন্ত্রী শাজাহান খান বলেন, বন্দর ব্যবহারে আমরা ৯৮ তম ছিলাম কিন্তু বর্তমানে আমরা ৭০ তম। অটোমেশন এর কারণে আমরা অনেকটা এগিয়েছি। প্রযুক্তিগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।

বিদ্যুত ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে, সব সেবা ডিজিটালাইড করতে হবে, সেবার সময় কমিয়ে আনতে হবে। আমার মন্ত্রনালয়ের কথা যদি বলি, বিদ্যুত পেতে আগে ৪০০ দিন লাগত, এখন তা ১৮০ দিনে পাওয়া যায়। আমরা তা ১০০ দিনের নীচে নামিয়ে আনার চেষ্টা করছি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, একটি ব্যবসা রেজিস্ট্রেশনের জন্য বর্তমানে ১৯ দিন সময় লাগে। আমাদের লক্ষ্য এটাকে ৪ দিনে কমিয়ে আনা। ব্যবসা রেজিস্ট্রেশনে বর্তমানে ৯ টি ধাপ লাগে, যাকে ৫টি ধাপে কমিয়ে আনার কাজ চলছে। এছাড়া ব্যবসায়ীদের ট্যাক্স ব্যবস্থাপনা ও পরিশোধ সহজীকরণ করা হবে। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা শুরু ও পরিচালনায় যেসব প্রক্রিয়া অনুসরণ করা হয় আমরা তা গবেষণা করে আমাদের দেশেও অনুসরণ করার কাজ করছি।

প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, 'ইজ অফ ডুয়িং বিজনেস' রেটিং এ বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৭৬ তম। ২০১৬ সালেও আমরা একই অবস্থায় ছিলাম। অন্য দেশও বসে নেই। আমরা বাংলাদেশকে এগিয়ে নেয়ার কাজ করছি।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে  'ইজ অফ ডুয়িং বিজনেস রিফরম' সম্পর্কিত ন্যাশানাল স্টিয়ারিং কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুত ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।

Bootstrap Image Preview