Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় দিনে ইসিতে ২৩৪ প্রার্থীর আপিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে আপিল আবেদনের দ্বিতীয় দিনে ২৩৪ জন নির্বাচন কমিশনে অাবেদন করেছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সংক্ষুব্ধদের আপিল গ্রহণ করে কমিশন।

এর মধ্যে বরিশাল ১২, সিলেট ১৫, ময়মনসিংহ ১৬, রংপুর ২৭, ঢাকা ৬৮, রাজশাহী ২২, চট্টগ্রাম ৫৬, খুলনা ১৮, মোট ২৩৪টি। গতকাল সোমবার প্রথম দিনে আপিল করেছিলেন ৮৪ জন প্রার্থী।

এ দিন আপিল আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নায়ক সোহেল রানা।

এর আগে সোমবার (৩ ডিসেম্বর) প্রথম দিন ৮৪টি অাবেদন পড়েছিল। অাগামীকাল বুধবার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত অাবেদন করা যাবে। এরপর আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে আপিল নিষ্পত্তি করবে কমিশন।

Bootstrap Image Preview