Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পূর্ব শক্রতার জেরে নূরে আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:১৯ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


পূর্ব শক্রতার জের ধরে মুরাদনগরে নূরে আলম নামে ছয় বছরের শিশুকে পিকাপ গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

পারিবারিক সূত্রে যানা যায়, সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় মুরাদনগর উপজেলা ধামঘর ইউনিয়নের মুগসাইর গ্রামের পিতাঃ আঃ হাসেম মাতা আমেনা বেগম ছেলে নূরে আলমকে (৬) মুগসাইর-সিমাকান্দি গ্রামের কাঁচা রাস্তার আঃ সালাম ও খালেক মিয়ার বাড়ির সামনে দাঁড়ানো অবস্থায় পিকাপ গাড়ি চাপা দিয়েছে, পরম তলা গ্রামের ওহিদ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া(৩২)। সোহাগ মুগশাইর উদয়ন মৎস প্রকল্প মালিক আয়োব আলী পিকাপ গাড়ির ড্রাইভার।

নিহত নূরে আলম পিতা আঃ হাসেম জানায়, মৃত নূরে আলমের পিতা আঃ হাসেম বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মুগশাইর উদয়ন মৎস প্রকল্প মালিক আয়োব আলী সাথে শুক্রবার (৩০ নভেম্বর) জুম্মার নামাজের পর গ্রামবাসী একত্রিত হয়ে মুগশাইর উদয়ন মৎস প্রকল্প মালিক আয়োব আলকে মুগশাইর উদয়ন মৎস প্রকল্প বন্ধের দাবি জানায়।এই শক্রতার জের ধরে শিশু নূরে আলমের উপর পিকাপ গাড়ি তুলে হত্যা করা হয়েছে বলে নূরে আলমের পরিবারের লোকজন দাবি করেন।

এব্যাপারে গ্রামের বিভিন্ন মানুষের কাছে ভিডিও ফুটেজ দেখা যায়, শিশু নূরে আলম বাড়ির সামনে দাড়ানো অবস্থায় ওই পিকাপ গাড়ি দ্রুতগতিতে চালিয়ে নূরে আলমকে চাপা দিয়ে রাস্তায় ফেলে রেখে ড্রাইভার সোহাগ পালিয়ে যায়।

মুরাদনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর রহমান জানান, এব্যাপারে পরম তলা গ্রামের ওহিদ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া ও মুগশাইর উদয়ন মৎস প্রকল্প মালিক আয়োব আলীকে আসামি করে মামলা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেলেও পিকাপ গাড়ি উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।  


 

Bootstrap Image Preview