Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাটোরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৪১ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোর শহরের বড়গাছায় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে শাহরিয়ার হোসেন রিয়ন নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও ছাত্রলীগ কর্মি রুবেল।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বড়গাছা এলাকায় এই ঘটনা ঘটে। 

রিয়নকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত জেমস ও রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুলিবিদ্ধ রিয়ন নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিস্কার)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস ও নবাব সিরাজ উদদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (বহিস্কার) শাহরিয়ার হোসেন রিয়নের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে পূর্বেও বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এরই জের ধরেই মঙ্গলবার দুপুরে বড়গাছা এলাকায় জেমস ও রিয়ন গ্রুপের সদস্যরা সামনা সামনি হলে দুই গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় তাদের মধ্যে কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনাও ঘটে। 

এ বিষয়ে নাটোর থানা পুলিশের ওসি কাজী জালাল উদ্দিন বলেন, দু’পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

Bootstrap Image Preview