Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৪ বছরে যুক্তরাষ্ট্রে কমেছে অবৈধ অভিবাসীর সংখ্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীর সংখ্যা কমে গত ১৪ বছরে এক কোটি সাত লাখে দাঁড়িয়েছে। ২০০৪ সালের পর এই সংখ্যা সবচেয়ে কম। যুক্তরাষ্ট্রে অবৈধ মেক্সিকানদের সংখ্যা ব্যাপকহারে কমে যাওয়ায় এটি হয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

পিউ জানায়, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে সর্বোচ্চ এক কোটি ২২ লাখে দাঁড়ায়। মঙ্গলবার প্রকাশিত এ জরিপ প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সাল থেকে ২০১৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা মেক্সিকোর নাগরিকের সংখ্যা ১৫ লাখ কমে যায়।

তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বসবাস করা মোট অবৈধ অভিবাসীর এখনও প্রায় অর্ধেক মেক্সিকান বংশোদ্ভূত। এসবের মধ্যে দুই-তৃতীয়াংশ অবৈধ অভিবাসী ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন।

Bootstrap Image Preview