Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বিজিবি। এ সময় ২টি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

রবিবার দিবাগত মধ্যরাতে হ্নীলা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, হ্নীলা ইউপির অবরাং এলাকা দিয়ে অটোরিকশায় বালুখালীতে ইয়াবা পাচার হতে পারে এমন খবর পেয়ে হ্নীলা বিওপির সদস্যরা রাস্তার একপাশে ওৎ পেতে থাকে।

এ সময় ২টি অটোরিকশা হৃীলা থেকে বালুখালী যাওয়ার সময় টহল দল থামার জন্য সঙ্কেত দেয়। কিন্তু টহল দলের উপস্থিতি বুঝতে পেরে অটোরিকশা দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে এর চালকদের আটক করা হয়। এ সময় অটোরিকশার সিটের নিচে লুকানো ৯ হাজার ৭৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফের হ্নীলার মৌলভীবাজার দক্ষিণপাড়ার মৃত বদিউল আলমের ছেলে করিম উল্লাহ (২১) ও একই এলাকার অবরাং এলাকার আবদুর ছফুরের ছেলে এনামুল হক (১৯)।

Bootstrap Image Preview