Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ময়মনসিংহে ৩৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৬ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৬ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের ১১ টি আসনে ১১৬ জন প্রার্থীর মধ্যে ৩৪  প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫ টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

বাতিলকৃত প্রার্থীরা হচ্ছেন- ময়মনসিংহ-১ আসনে মো. আনোয়ার হোসেন (আ'লীগের বিদ্রোহী)।

ময়মনসিংহ-২ আসনে এমদাদুল হক খান (জাতীয় পার্টি), আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), আবুল বাশার আকন্দ (বিএনপি)।

ময়মনসিংহ-৩ আসনে আহাম্মদ তায়েবুর রহমান (বিএনপি), আব্দুল মতিন (ন্যাপ), আলী আহাম্মদ খান পাঠান (আ'লীগের বিদ্রোহী), নাজনীন আলম (আ'লীগের বিদ্রোহী), শরীফ হাসান (আ'লীগের বিদ্রোহী), মুর্শেদুজ্জামান সেলিম (আ'লীগের বিদ্রোহী), একেএম আব্দুর রফিক (আ'লীগের বিদ্রোহী), মো. মতিউর রহমান (আ'লীগের বিদ্রোহী), সামীউল আলম (আ'লীগের বিদ্রোহী), গোলাম মোস্তফা (আ'লীগের বিদ্রোহী)।

ময়মনসিংহ-৪ আসনে ডা. এজেডএম জাহিদ হোসেন (বিএনপি) কামরুল ইসলাম মো. ওয়ালিদ (বিএনপি), আবু সাঈদ মহিউদ্দিন (মুসলিম লীগ)।

ময়মনসিংহ-৫ আসনে জহিরুল ইসলাম (জাকের পার্টি),  সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মো. আমজাদ হোসেন(খেলাফত আন্দোলন)।

ময়মনসিংহ-৬ আসনে চৌধুরী মো. ইসহাক (জেএসডি)।

ময়মনসিংহ-৭ আসনে জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান, বিএনপি, এমএ আব্দুর রাজ্জাক খান (স্বতন্ত্র)।

ময়মনসিংহ ৮ আসনে এম এ বাশার (এলডিপি), রুহুল আমিন, (বিএনপি'র বিদ্রোহী) মো. হাবিবুল্লাহ, (ইসলামি আন্দোলন), মাহমুদ হাসান সুমন (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-৯ আসনে মো. আব্দুল কাদির (স্বতন্ত্র), আলমগীর কবির (কৃষক শ্রমিক জনতালীগ), মো. শহিদুল্লাহ (স্বতন্ত্র)।

ময়মনসিংহ-১০ আসনে ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল (আ'লীগ বিদ্রোহী), মজিবুর রহমান (জাতীয় পার্টি), হাবিবুল্লাহ বেলালী (স্বতন্ত্র)। 

ময়মনসিংহ-১১ আসনে এসএম আশরাফুল হক (স্বতন্ত্র), মো. আমানউল্লাহ সরকার (ইসলামি আন্দোলন)।

জেলা প্রশাসক (ডিসি) সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, হলফনামায় ভুল, স্বাক্ষর না থাকা, ঋণখেলাপি ও গ্যাস বিল বকেয়াসহ নানা কারণে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। 

এছাড়া বাতিলকৃতদের মধ্যে ৫ উপজেলা চেয়ারম্যান তাদের পদত্যাগের আদেশের কপি জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Bootstrap Image Preview