Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হলি আর্টিজান মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় আসামিদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।এর আগে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সোমবার সকালে থেকে তাদের সাক্ষ্যগ্রহণ চলছে।

আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর।

এ মামলার ৮ আসামির মধ্যে শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপন পলাতক রয়েছেন।

এর আগে ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই পুলিশসহ দেশি-বিদেশি ২২ জনকে হত্যা করে জঙ্গিরা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দু’জন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই বছরের ৪ জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করে পুলিশ।

কারাগারে থাকা ছয় আসামিকে সোমবার আদালতে হাজির করা হয়।

Bootstrap Image Preview