Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিনাজপুর-৬ আসনে মোট মোট ৫৯ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে আ’লীগের একজন, বিএনপি’র ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন রয়েছে।

গতকাল রবিবার বিকেল ৫ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেলে এক প্রেস ব্রিফিংয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর-১ আসন থেকে তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত মুরমু ও পারভেজ হোসেন, ইনকাম ট্যাক্সের কাগজ না প্রদান করায় বিএনপি প্রার্থী মোহাম্মদ হানিফ এবং উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী মামুনুর রশিদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দিনাজপুর-২ আসন থেকে রাজনৈতিক মনোনয়ন না থাকায় আওয়ামী লীগের প্রার্থী মানবেন্দ্র রায় ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেন।

দিনাজপুর-৩ আসন থেকে পৌরসভার মেয়র থাকা অবস্থায় মনোনয়নপত্র দাখিল করায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং ঋণখেলাপি ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রাইসুল ইসলাম। দিনাজপুর-৪ আসন থেকে তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী এবং দিনাজপুর-৬ আসন থেকে ঋণখেলাপি হওয়ায় বিএনপি প্রার্থী শাহিনুর ইসলাম ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, দিনাজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোরঞ্জন শীল গোপাল, বিএনপির মনজুরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির মাহবুব আলম, জাগপার আরিফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, মুসলীম লীগের সৈয়দ মনজুরুল করিম, জাতীয় পার্টির শাহীনুর আলম, ইসলামী আন্দোলনের আশরাফুল আলম।

দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, বিএনপির সাদিক রিয়াজ, মনজুরুল ইসলাম, জাতীয় পার্টির জুলফিকার হোসেন, ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান, মুসলীম লীগের এরশাদ হোসেন।

দিনাজপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের ইকবালুর রহিম, মোফাজ্জল হোসেন দুলাল, কমিউনিস্ট পার্টির বদিউজ্জামান বাদল, ইসলামী আন্দোলনের খায়রুজ্জামান, বাংলাদেশ মুসলীম লীগের সৈয়দ মাহমুদুল করিম, বিকল্পধারা বাংলাদেশের আশরাফুল ইসলাম।


দিনাজপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী, বিএনপি’র আকতারুজ্জমান মিয়া, হাফিজুর রহমান সরকার, কমিউনিস্ট পার্টির রিয়াজুল ইসলাম, বাংলাদেশ মুসলীম লীগের মোজাফফর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাজেদুর আলম চৌধুরী।

দিনাজপুর-৫ আসন থেকে আ’লীগের অ্যাডভোকেট ড. মোস্তাফিজুর রহমান, বিএনপি’র এজেডএম রেজওয়ানুল হক, জাকারিয়া বাচ্চু, জাতীয় পার্টির সোলায়মান সামী, ইসলামী আন্দোলনের মতিউর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের সফিকুল ইসলাম, পিপলস পার্টির শওকত আলী ও স্বতন্ত্র প্রার্থী মনসুর আলী সরকার।

দিনাজপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের শিবলী সাদিক, বিএনপির লুৎফর রহমান মিন্টু, আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন শিল্পী, জাতীয় পার্টির দোলোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির রবীন্দ্রনাথ সরেন, গণফোরামের নুরুন্নবী মন্ডল, স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর আলম সিদ্দিক।

Bootstrap Image Preview