Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৬ মনোনয়ন বাতিল গাইবান্ধায়

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:১১ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:১১ AM

bdmorning Image Preview


গাইবান্ধার ৫টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চাওয়া ৭৪ প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়ন বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। জানা যায়, ঋণ খেলাপী, মনোনয়নপত্রে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটিসহ অন্যান্য কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

গতকাল রবিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জমা হওয়া মনোনয়ন ফরমপূর্ণাঙ্গ যাচাই বাছাই শেষে এ ১৬ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সরকারি বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকসহ প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। 

রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা জানান, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মনোনয়নপত্র বাতিল করা হয় ৬ জনের। তারা হলেন জেএসডির আবদুর রাজ্জাক সরকার, স্বতন্ত্র হিসেবে জয়নাল আবেদীন সাদা, আবদুর রহমান, এমদাদুল হক, এ বি এম মিজানুর রহমান ও আফরুজা বারী।

গাইবান্ধা-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন ১১ জন। তাদের মধ্যে থেকে মনোনয়নপত্র বাতিল করা হয় ৩ জন স্বতন্ত্র প্রার্থীর। তারা হলেন এ কে এম রেজাউল কবীর, মকদুবর রহমান সরকার ও ওয়াহিদ মুরাদ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন ১৫ জন। তাদের মধ্যে থেকে মনোনয়ন বাতিল করা হয় বিএনপির রফিকুল ইসলাম, জাতীয় পার্টির মনজুরুল হক, স্বতন্ত্র আমিনুল ইসলাম, আবু জাফর মো. জাহিদ ও তৌফিকুল আমিন মন্ডলের।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে মনোনয়ন দাখিল করা ১৩ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয়েছে বিএনপি নেতা নাজেমুল ইসলাম প্রধানের মনোনয়ন পত্র। এ আসনে বৈধ প্রার্থী ৮ জন। তাঁরা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় পার্টি (এ) দলীয় প্রার্থী সাবেক সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী আমিনুল ইসলাম গোলাপ, ঐক্যফন্টভুক্ত প্রার্থী কৃষক লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী ফারুক আলম সরকার, সাঘাটা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ মোহাম্মদ আলী ও বিএনপি নেতা শাহ মোঃ আবু বক্কর সিদ্দিক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুর রাজ্জাক মন্ডল ও বাম গণতান্ত্রিক জোট প্রার্থী বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির যজ্ঞেস্বর বর্মন।

Bootstrap Image Preview