Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেয়ে ইন, বাবা আউট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৪ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হলেও টাঙ্গাইল-৮ আসনে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে ঋণখেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর দুটি মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, আমি ইলেকশন কমিশনে আপিল করব। আমরা যখন ইলেকশন কমিশনে গিয়েছিলাম, তখন তারা বলেছিলেন ইলেকশন কমিশন কখনো কোর্টে বাদি হবেন না। আমি এটিই দেখবার জন্যই ইলেকশন কমিশনে যাব।

জেলা রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বের হয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে মনে হয় ইলেকশন করতে দেওয়া হবে না। এ জন্য আমি খুশি। প্রতিদ্বন্দ্বী সর্বোচ্চ চেষ্টা করবে বলে এটাই আমি আশা করছি।

বঙ্গবীর বলেন, যদি আমার দেশপ্রেম সত্য হয়, আমি সারাজীবন আল্লাহ ও রাসুলের ওপর যে বিশ্বাস করে এসেছি, সে বিশ্বাস যদি বিন্দুমাত্র সত্য হয় তাহলে ১৯ থেকে ২০টির বেশি সিট পাবে না বর্তমান সরকার।

Bootstrap Image Preview