Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বিএনপির দু’গ্রপের সংঘর্ষে আহত ২

 বান্দরবান প্রতিনিধি 
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ PM

bdmorning Image Preview


বান্দরবানে মনোনয়নপত্র বাতিল করায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে।

আজ রবিবার বিকালে শহরের পূরবী হোটেলের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং এর মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষুব্দ হয়ে বিএনপির অপর প্রার্থী সাচিংপ্রু জেরির কর্মীদের উপর হামলা করে মাম্যাচিং-জাবেদ এর সমর্থকরা। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু ও বিএনপি মিডিয়া দলের সদস্য সচিব ওমর ফারুক জিহাদ আহত হয়। 

প্রত্যেক্ষদর্শীরা জানায়, মহাসচিব এর স্বাক্ষর মিল না থাকায় বিএনপি প্রার্থী মাম্যাচিং এর মনোনয়ন বাতিল হওয়ার পর বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে পার্টি অফিসে যাওয়ার সময় হোটেল পূরবীর সামনে পৌছালে জেরি গ্রুপের সমর্থক আলী হায়দার বাবলু ও ওমর ফারুক জিহাদকে দেখলে মাম্যাচিং গ্রুপের সমর্থকরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয় আহত মিডিয়া দলের সদস্য সচিব ওমর ফারুক জিহাদ জানান, আমি ও বাবল ভাই পূরবী হোটেলের সামনে দাড়িয়েছিলাম। মাম্যাচিং এর সমর্থকরা আমাদের দেখে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এক পর্যায়ে সাধারণ সম্পাদক জাবেদ রেজা মার বলে নির্দেশ দিলে আমাদের উপর ঝাপিয়ে পড়ে হামলা চালায়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, মারপিটের বিষয়ে আমি কিছু জানতাম না। একটু আগে খবর পেয়েছি। বিএনপি একটি বড় দল। ছোটখাট ভুলবুঝাবুঝি হতে পারে। এটা আমরা বসে সমাধান করব।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই বাছাই’র শেষ দিনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরির মনোনয়ন বৈধ হলেও জেলা বিএনপির অপর প্রার্থী মাম্যাচিং এর মনোনয়নে মহা সচিব এর স্বাক্ষর মিল না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। বান্দরবান বিএনপিতে দীর্ঘদিন ধরে জেরি-মাম্যাচিং গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সাচিং প্রু জেরি, উম্মে কুলছুম লিনা ও পরে মাম্যাচিং কে দলীয় মনোনয়ন দেয়া হয়। রোববার যাছাই বাছাইয়ের শেষ দিনে সাচিংপ্রু জেরি ছাড়া বাকী দু’জনের মনোনয়ন বাতিল করা হয়।  

Bootstrap Image Preview