Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের বাড়িতে আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাদেরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আব্দুল কাদের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একখন্ড জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশি মোকসেদুলের সঙ্গে।

এরই জের ধরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মোকসেদুলের নেতৃত্বে স্থানীয় আলতাফুর রহমান, আজিজুর রহমান, রুবেলসহ বেশ কয়েকজন আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে ঘর ও ঘরের ভেতর থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

আব্দুল কাদের বলেন, আমি ও আমার স্ত্রী ঘরের ভেতরে ছিলাম। আগুন দেখতে পেয়ে আমরা ঘর থেকে বাহির হওয়ার চেষ্টা করি, কিন্তু বাহির থেকে ঘরের দরজার তালা দেওয়া হয়েছিল।

পরে ঘরের বেড়া কেটে বের হলে মোকসেদুল, আলতাফুর রহমান, আজিজুর রহমান, রুবেলসহ বেশ কয়েকজনকে পালিয়ে যেতে দেখতে পাই। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অভিযুক্ত মোকসেদুলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন ঘরে আগুন দেয়নি। আমাকে নিয়ে মিথ্যা কথা রটানো হচ্ছে। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, যারা ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Bootstrap Image Preview