Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রিয়ালের কষ্টার্জিত জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ PM

bdmorning Image Preview


পয়েন্ট টেবিলে অবস্থানটা এখনও অনেক পিছনে৷ আর যাই হোক হেভিওয়েট রিয়াল মাদ্রিদকে পাঁচ নম্বরে মানায় না৷ রোনালদোর বিদায়ের পর এখন রিয়ালের স্বপ্নের আক্রমণ এখন শীতঘুমে গিয়েছে৷ বেল-বেঞ্জেমারা গোল করলেও দু’জনের একজনও রোনালদোর মতো সেই ক্ষিপ্রতা দেখাতে পাচ্ছেন না৷ এমন অবস্থায় শনিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে তিন পয়েন্ট হাসিল করল রিয়াল৷

পয়েন্ট টেবিলে অনেকটা পিছনে থাকা ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে জোড়া গোলে ম্যাচ জিতলেও অস্বস্তির মেঘ ঘোরাফেরা করছে রিয়ালের আকাশে৷ বিপক্ষ দল আত্মঘাতী গোল করে পিছিয়ে না পড়লে জয়টা আরও কঠিন হতে পারত রিয়ালের৷ শেষ বাঁশি বাজার সাত মিনিটে আগে স্কোরলাইন ২-০ করেন লুকাস৷ ভাগ্যদেবী সাথ না দিলে এদিন অঘটনের মুখে পড়তে হতে পারত মাদ্রিদ জায়েন্টদের৷

ম্যাচের ৮ মিনিটে কার্ভাজালের শট ক্লিয়ার করতে গিয়ে মাথা ঠেকিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন ড্যানিয়েল ওয়াস৷ ভ্যালেন্সিয়ার আত্মঘাতী এই গোলে লিড পায় রিয়াল৷ এরপর ২৯ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক নেটোর দুরন্ত সেভ৷ বেলের নিশ্চিত গোল কোনওরকমে বাঁ-হাত ঠেকিয়ে প্রতিহত করেন নেটো৷ এক গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে রিয়াল৷

দ্বিতীয়ার্ধে শুরুতে এরপর সমতা ফেরানোর সুযোগ পেলেও হাতছাড়া করে ভ্যালেন্সিয়া৷ ৫৩ মিনিটে বক্সের মধ্যে কুর্তোয়াকে একা পেয়েও ১০ গজ দূর থেকে বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন মিনা৷ সহজ সুযোগে সেখানেই স্কোরলাইন ১-১ হওয়ার কথা৷ আক্রমণে ঝাঁঝ বাড়াতে বেলকে বসিয়ে মাঝমাঠের সাপ্লাইলাইন বাড়াতে অ্যাসেন্সিয়োকে নামান রিয়াল হেড কোচ৷ পাল্টা প্রতিআক্রমণে ঝড় তুলে রিয়াল ডিফেন্সকে ব্যস্ত রাখে ভ্যালেন্সিয়া৷ ৬৫ মিনিটে ফ্রি-কিকে বাড়ানো বলে পা ঠেকিয়ে পোস্টের উপর দিয়ে বল উড়িয়ে দেন গ্যাব্রিয়েল৷ আরও একবার ম্যাচে ফেরার সহজতম সুযোগ নষ্ট করে ভ্যালেন্সিয়া৷

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সাত মিনিটে আগে রক্ষণের ভুলের সুযোগ নিয়ে বেঞ্জেমার পাস থেকে বাঁ-পায়ে শটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেজ৷ রিয়াল কোচের হটসিটে বসে এই নিয়ে সাত ম্যাচের ছটিতে জয় পেলেন সান্টিয়াগো সোলারি৷ ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে রিয়াল৷ গোল পার্থক্যে এগিয়ে থাকায় একই পয়েন্ট নিয়ে চারে অ্যালভেস৷২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেভিয়া৷ এক পয়েন্টে পিছিয়ে দু’নম্বরে বার্সেলোনা৷

অন্যদিকে এই নিয়ে স্প্যানিশ লিগে দশ ম্যাচে গোল পেলেন না বেল৷ গোলখরায় ভুগছেন ওয়েলস স্ট্রাইকার৷ ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে চাপানোর পর এই প্রথম এত খারাপ পারফর্ম্যান্স বেলের৷ শেষ পর্যন্ত ৬৩ মিনিটে বেলকে পরিবর্তন করেন কোচ সোলারি৷

Bootstrap Image Preview