Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পাচ্ছে ‘আই অ্যাম রাজ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৭ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview


অবশেষে সকল জটিলতা কাটিয়ে আগামী শুক্রবার (৭ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে ‘আই অ্যাম রাজ’ ছবিটি।  ছবিটি  নভেম্বরে মুক্তি পাবার কথা ছিল কিন্তু প্রেক্ষাগৃহ কিছু জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়।

ছবিটির পরিচালনা করছেন এম আজাদ এবং নির্বাহী প্রযোজনা করছেন সোহেল হাওলাদার। এই ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ ইব্রাহীম এবং তার বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা সাবরিনা মামিয়া। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন,সাদেক বাচ্চু,অমির সিরাজী,গুলশান আরা পপি ও ইলিয়াস কোবরাসহ আরও অনেকে।

দীর্ঘদিন পর এই ছবির মাধ্যমেই দেশীয় চলচ্চিত্রে অ্যাকশন ঘরানার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন নবাগত অভিনেতা রাজ। তিনি বাংলাদেশের এই চলচ্চিত্র জগতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন ধরেই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছিলেন। এরই মধ্যে তিনি ভারতে কলকাতার স্বরনীকা একাডেমি থেকে টানা ৮ মাস ফাইট এবং নাচের উপর প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

রাজ বলেন,‘অ্যাকশন ধারার বাংলা ছবিকে দেশ এবং দেশের বাইরে প্রতিষ্ঠা করার জন্যই মূলত আমার চলচ্চিত্রে আসা। আশা করছি আমার অভিনীত এই ছবিটি দেখে দর্শকেরা অনেকদিন পর পরিপূর্ণ বিনোদন পাবে এবং সেটির পাশাপাশি নির্মাতারাও নতুন করে সামাজিক অ্যাকশন ধারার ছবি নির্মাণে বেশ আগ্রহী হবে।’

 

Bootstrap Image Preview