Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ'লীগের হারুন-মনির গ্রুপের মুখোমুখি উত্তেজনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৬ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:১৬ PM

bdmorning Image Preview


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আ’লীগের মনোনিত বিএইচ হারুনের মনোনয়ন বাতিলের দাবিতে কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির সমর্থকদের মানববন্ধন কর্মসূচিকে ঘিরে আ’লীগগের দু’পক্ষ বিক্ষোভ করেছে। কর্মসূচিতে পুলিশ বাধা দিলে মনিরের সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনায় ঘটে।

শনিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা যুবলীগ অফিসে অবস্থান নিয়ে কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরের সমর্থকরা প্রতিবাদ সভা করে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নিলে পুলিশ তাদের অফিস থেকে বের হতে দেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম স্বপন ও রিয়াজ মাতুব্বর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং, নাসির মৃধা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, জাকির হোসেন, হেমায়েত উদ্দিন, মিজানুর রহমান, হুমায়ুন কবির ও আলমগীর চৌধুরী।

এ খবর পেয়ে আ’লীগের মনোনিত প্রার্থী বর্তমান সাংসদ বিএইচ হারুনের সমর্থকরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে। পরে পুলিশ তাদের ডাকবাংলো এলাকার দিকে সরিয়ে দিলে তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে এবং কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরের সমর্থকদেরও যুবলীগ অফিস এলাকা থেকে থানা রোড এলাকায় সরিয়ে দিলে সেখানে তারা মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ডেজলিং তালুকদার বলেন, আ’লীগের মনোনয়ন পাওয়া বজলুল হক হারুন এলাকায় অজনপ্রিয়। তার সঙ্গে নেতাকর্মীদের কোন সুসম্পর্ক নেই। তিনি টানা দুই দফায় এমপি থাকায় নিজেদের পরিবারের উন্নতি করেছেন। জামায়াতঘেঁষা হারুনকে আবারো দলের মনোনয়ন দেওয়া হয়েছে, এটা আমরা মানি না। অবিলম্বে তার মনোনয়ন পরিবর্তন করে দলের জন্য নিবেদিত কাউকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এ দিকে উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সিকদার বলেন, এমপি হারুন একজন সৎ ব্যক্তি। তাকে মনোনয়ন দেওয়ায় আমরা খুশি। এমপির বিরুদ্ধে একটি চক্র মহল ষড়যন্ত্র করছে, আমরা যেকোনমূল্যে তাদের প্রতিহত করবো।

ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা জানান, উভয় পক্ষকে নিবৃত করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Bootstrap Image Preview