Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে সরকারি পাঠ্যবই বোঝাই ট্রাক খাদে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে পানিতে ভিজে কয়েক হাজার বই ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (০১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেটের কাছে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, নারায়নগঞ্জ থেকে একটি ট্রাক কালিহাতী ও ঘাটাইল উপজেলায় পাঠ্যবই পৌঁছে দিতে এসেছিল। কালিহাতী উপজেলা পরিষদের ভেতর ঢোকার সময় ট্রাকটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পাঠ্যবইগুলো পুলিশ পাহারায় উদ্ধার করা হয়েছে। তবে বইগুলো তুললেও পানিতে ভিজে কয়েক হাজার বই নষ্ট হয়ে গেছে।

জানা যায়, কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দকৃত আর.আর প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণির ১ লক্ষ ২১ হাজার ১শত ২০ কপি সরকারি পাঠ্য বই ছিল ওই ট্রাকটিতে।

কালিহাতী উপজেলা শিক্ষা অফিসার রোকেয়া খাতুন জানান, দুর্ঘটনার খবর শুনেছি। আজকে ছুটির দিন আমি বাড়িতে আছি। ক্ষতির পরিমাণ সঠিক বলতে পারবো না। আমাদের জন্য বরাদ্দকৃত সব বই রিসিভ করেছি।

Bootstrap Image Preview