Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে বিজিবির হাতে মাদক ব্যবসায়ী ফারুকসহ আটক ২

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাট বাসুল্লা চৌমুহনী এলাকা থেকে ২৯০ পিস ইয়াবাসহ আবজল (৩০) ও  ফারুখ  (৪৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।  

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার আসামপাড়া বাল্লা সীমান্ত বডারগার্ড ৫৫ বিজিবি নায়েক রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী আবজল গাজিপুর ইউনিয়নের ময়নাবিল গ্রামের মৃত জয়নাল মিয়ার পুত্র  এবং  ফারুখ গোবরখলা গ্রামের ছন্দ মিয়ার পুত্র। 

বিজিবির নায়েক রেজাউল করিম জানান, গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে মাদক ব্যবসায়ীদের হাতেনাতে আটক করা হয় । 

তিনি আরো বলেন, আবজল দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বর্ডার একটি চক্রের মাধ্যমে সারা হবিগঞ্জ জেলাসহ পুরো বিভিন্ন স্থানে দীর্ঘ দিনব্যাপী ইয়াবা, গাঁজা, ভারতীয় মদ, বিড়িসহ সব ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। 
এরপর থেকেই আবজল এবং তার সহযোগীদের ধরতে বিজিবি বিভিন্ন কুশলতা অবলম্বন করে তার উপর নজরদারি রাখে। 

স্থানীয় এলাকাবাসীর ফারুক ও তার সহযোগী করলেও এলাকাবাসী বিজিবির এ অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না মাদক ব্যবসায়ীরা। এলাকার যুবসমাজ এখন আর বিপথগামী হবে না। বিজিবির এধরনের অভিযান এলাকায় অব্যাহত রাখার দাবি করেন, এলাকাবাসী পেশার মানুষ। 

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বিজিবি আসামিদের থানায় হস্তান্তর করেছেন এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

Bootstrap Image Preview