Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া ত্যাগ করতে বিদেশি সেনাদের জাফারির অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview


সিরিয়ার সরকারের অনুমতি ছাড়া দেশটিতে থাকা সব বিদেশি সৈন্যকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফারি। সিরিয়ার ভূখণ্ডে অবৈধভাবে সৈন্য পাঠানোর পাশাপাশি দেশটির কিছু ভূখণ্ড দখল করে রাখার জন্য তিনি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্ককে অভিযু্ক্ত করেন।

জাফারি বলেন, আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।  

বৃহস্পতিবার কাজাখাস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে ১১তম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।এছাড়া, সিরিয়ার বিষয়ে আস্তানা এবং সোচি শহরে যে চুক্তি হয়েছে তা লঙ্ঘন করে তুরস্ক তার দেশে অবৈধভাবে সেনা পাঠিয়েছে বলেও অভিযুক্ত করেন তিনি।

ইরান, রাশিয়া এবং তুরস্কের তত্ত্বাবধানে সিরিয়ার সংকট অবসানের লক্ষ্যে আস্তানায় ১১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, সিরিয়ার ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসীদের কাছে রাসায়নিক অস্ত্র সরবরাহে কিছু দেশের সংশ্লিষ্টতার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বাশার জাফারি।

Bootstrap Image Preview