Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভোট পেতে হনুমানকেও রেহাই দিলেন না বিজেপি নেতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০১:১২ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০১:১২ PM

bdmorning Image Preview


ভোট পেতে হিন্দুদের দেবতা হনুমানের কড়া সমালোচনা করলেন এক বিজেপি নেতা। ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হনুমানকে 'দলিত' বলে উল্লেখ করেন।

বিজেপি এই নেতা বিধানসভা ভোটের প্রচারণায় রাজস্থানে এক জনসভায় এমন মন্তব্য করেন। তিনি বলেন, হনুমান ছিলেন দলিত এবং বনবাসী। তাকে অনেক বঞ্চনা করা হয়েছিল।

যোগীর এমন মন্তব্যে ফুঁসে উঠেছে ভারতের বিভিন্ন ধর্ম সংগঠন ও অন্যান্য রাজনৈতিক দলগুলো।

ইতিমধ্যে ভারতের ‘সর্ব ব্রাহ্মণ মহাসভা’ আইনি নোটিস পাঠিয়েছে যোগীকে। তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়।

অন্যদিকে যোগীর এমন মন্তব্যে বিপাকে পড়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে বলা হয়, যোগীর ভাষণকে বিকৃত করা হয়েছে। বিজেপির ভাষ্য, যোগী হনুমানকে দলিত শ্রেণীর বলেনি, তাকে শুধু বনবাসী বলেছেন।

Bootstrap Image Preview