Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নরেন্দ্র মোদি ১৫ লাখ টাকার স্যুট পরে ঘুরে বেড়াছেন: কংগ্রেস মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০১:০০ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০১:০০ PM

bdmorning Image Preview


কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল বলেছেন, প্রধানমন্ত্রী দরিদ্র কৃষকদের কথা বলছেন কিন্তু পনের লাখ টাকার স্যুট পরে ঘুরে বেড়াছেন। বৃহস্পতিবার বেসরকারি এক টিভি চ্যানেলের টকশো’তে তিনি ওই মন্তব্য করেন। 

জয়বীর শেরগিল বলেন, রাজস্থানে বিজেপি সরকারের আমলে কৃষক, তরুণ, শ্রমিক সকলেই দুর্ভোগে রয়েছেন। রাজ্যের ৬২ শতাংশ কৃষক ঋণের মধ্যে ডুবে আছেন। দেশের যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেইসব জায়গায় কৃষকরা দুর্ভোগে আছেন বলেও তিনি মন্তব্য করেন।

জয়বীর আরো বলেন, বিজেপি দেশকে কৃষক ও শিক্ষামুক্ত করতে চায়। তাঁরা কেবল পকোড়াযুক্ত ভারত তৈরি করতে চায়। রাজস্থানে কৃষকরা দুর্ভোগ ও ঋণের মধ্যে ডুবে আছেন। ১৫ লক্ষ তরুণদের কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। শিক্ষার অবস্থা এখানে খুবই করুণ। রাজস্থানে দলিতদের উপরে সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। কৃষকদের ক্ষত নিরাময়ের পরিবর্তে তাঁদের উপরে বিজেপি লবন ছিটিয়ে দেওয়ার কাজ করছে। তাঁদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এসব কারণেই আজ দেশের কৃষকরা বলছেন, ‘পদ্ম ফুল (বিজেপির প্রতীক), আমাদের ভুল’।

Bootstrap Image Preview