Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরমাণু চুক্তির চেয়ে ইরানের স্বার্থ সবার আগে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


ইউরোপীয় ইউনিয়ন পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য নানা পদক্ষেপ নেয়ার কথা বললেও তাদের প্রচেষ্টা যথেষ্ট নয় বলে তেহরান মনে করছে। ইউরোপ ইরানের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ইরান পরমাণু সমঝোতার আগের অবস্থায় ফিরে যাওয়ার পাশাপাশি ফের ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করার হুমকি দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি গতকাল জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতে আবারো পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে ইউরোপের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রধান জন ক্লাউড ইয়ুনকার বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউরোপের উচিত পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বজায় রাখার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি ব্রাসেলসে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে এ বিষয়টি তুলে ধরেছেন। ওই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিও উপস্থিত ছিলেন। তিনি পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইউকিয়া আমানোর সঙ্গেও আলোচনা করেছেন।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালু রাখার জন্য একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ইউরোপ। এই ব্যবস্থার নাম 'স্পেশাল ভেহিকেল পারপাস' বা এসপিভি। তবে, ইউরোপ এখন পর্যন্ত এসপিভি ব্যবস্থা চালু করতে ব্যর্থ হয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পরমাণু সমঝোতার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে এবং এটি টিকে থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে ইউরোপের ওপর। ইরানের অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সময় ফুরিয়ে আসছে এবং ইরানেরও ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে।

এ কারণে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি ব্রাসেলসে রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি আমাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা না করে তাহলে আমরা ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করব।

Bootstrap Image Preview