Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হলেন সালমা ইসলাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১১:০০ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১১:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মহাজোট থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১ আসনের জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম। বুধবার দুপুর পৌনে ২টায় রিটার্নিং কর্মকর্তার কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন যমুনা গ্রুপের পরিচালক (হিসাব) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।

দোহার-নবাবগঞ্জ মিলে গঠিত ঢাকা-১ আসন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন সালমা ইসলাম। সেবার আওয়ামী লীগ দলের শরিক জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দেয়। তবে এবার বিশিষ্ট্য ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের মালিক ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ রহমানকে এ আসনে মনোনয়ন দেয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন যুমনা গ্রুপের পরিচালক (কর) আশরাফ আলী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইফতেখার হোসেন তন্ময়, মীর হোসেন কালাম প্রমুখ।

তবে এবার ঢাকা-১ আসনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শিল্পপতি সালমান এফ রহমান মনোনয়ন পেয়েছেন। তাই এবার সালমা ইসলাম মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হয়নি।

সূত্রে জানা গেছে, এতে জাতীয় পার্টির নেতাদের ওপর ক্ষুব্ধ হন সালমা ইসলাম। পরে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন।

সালমা ইসলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

Bootstrap Image Preview