Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপি নেতার মাতলামি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বহু প্রতিক্ষার পর ৯ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের ভীড়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনে বিএনপির ৩ জন প্রার্থীকে মনোনয়ন পত্র দেয়া হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে সিরাজগঞ্জে বিএনপির এক প্রার্থীর সঙ্গে আসা মদ্যপ নেতার মাতলামিতে সমালোচনার ঝড় উঠেছে। এক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার মাতলামিতে বিব্রত অবস্থায় পড়েন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকসহ সেখানে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সমালোচিত এই নেতা আব্দুল খালেক শেখ (৫৫) জেলার এনায়েতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের সমর্থক হিসেবে তার সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন। 

আব্দুল খালেক শেখ মদ্যাপ অবস্থায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুন নাহার সিদ্দীকাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দলের প্রার্থীদের সামনে মাতলামি করেন। এসময় দলের নেতাকর্মীরা প্রার্থীরা বিব্রত অবস্থায় পড়েন।

তখন জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলালসহ সঙ্গে আসা নেতারা তাকে বার বার অনুরোধ করেও থামাতে পারেনি। এরপর নেতা-কর্মীরা তাকে কক্ষ থেকে সরিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবারো কক্ষে প্রবেশ করে মাতলামি শুরু করলে জেলা জাতীয় পার্টির সেক্রেটারী গাজী মির্জা ফারুক আহমেদ তাকে বের করে দেন।

তার আচরণে বিব্রত এনায়েতপুর থানা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা জানান, সে অসুস্থ্। আমাদের সঙ্গে যায়নি। তবে দায়িত্বশীল স্থানে তার এমন আচরণ আমাদের হতাশ করেছে। 

এদিকে বিষয়টি জানতে বিএনপি নেতা খালেক শেখকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

Bootstrap Image Preview