Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীর গলাচিপায় বার্ষিক আনসার সমাবেশ ও পুরস্কার বিতরণ 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৪৯ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


'শান্তি শৃঙ্খলা, উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা' এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক আনসার ভিডিপি সমাবেশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ বার্ষিক সমাবেশে সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কমান্ডিং অফিসার ও ৩৪ আনসার ব্যাটালিয়ান পরিচালক মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গলাচিপা সহাকারী পুলিশ সুপার মো: হাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন।

সমাবেশে আনসার ভিডিপি সদস্যদের বার্ষিক সমাবেশে সার্বিক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন, গলাচিপা উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: চুন্নু মিয়া। 

মানবিক মূল্যবোধ, নৈতিক অবক্ষয়, আচার-আচরণের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করার অনুরোধ জানিয়ে প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, আনসার ভিডিপির সদস্যরা দেশের উন্নয়নে এবং সামাজিক অন্যায়গুলো প্রতিরোধ করার স্বার্থে মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে আইন-শৃঙ্খলা উন্নয়নে ভূমিকা পালন করছে। 

সমাজের অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে প্রতিটি আনসার সদস্যরা পুলিশ ও উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে জঙ্গী, সন্ত্রাস, মাদক পাচার, নারী শিশু নির্যাতন প্রতিরোধে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার আনসার ভিডিপি সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক উন্নয়ন করার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপি সদস্যদের নির্বাচনে সরকারকে সহযোগিতার জন্য এবং প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সকলকে সাহসীকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন, ১ টি পৌরসভার আনসার ভিডিপির সদস্য-সদস্যা, ইউনিয়ন দলপতি ও দলনেত্রীসহ জেলা উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকেন। পরে উপজেলার ৩৬ জন আনসার ভিডিপি সদস্যদেরকে কাজের মূল্যায়নে সফলতা লাভ করায় সদস্যদের পুরস্কার বিতরণ করেন।
 

Bootstrap Image Preview