Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল সীমান্ত থেকে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার 

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে সীমান্তের পুটখালি এলাকা থেকে এ ফেনসিডিল উদ্ধার করে বিজিবি ।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদকের বড় ধরণের একটি চালান ভারত থেকে পাচার করে এনে শিকড়ি একটি মাঠের মধ্যে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।  

২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

Bootstrap Image Preview