Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: ৭৫ আসনে লড়াইয়ে সিপিবি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৫ আসনে লড়াই করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার পর্যন্ত দল মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। ৭৫টি আসনের প্রার্থীদের মধ্যে বাম গণতান্ত্রিক জোটের অন্য শরিক দলের দুজন প্রার্থী আছেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিপিবির দলীয় প্রতীক কাস্তে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার দলের পক্ষ থেকে ৮৩ আসনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছিল। বুধবার শেষদিন পর্যন্ত সময়ের মধ্যে জামানত, সিডি কেনার টাকা জোগাড়সহ অন্যান্য জটিলতায় আটটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।

সিপিবির প্রার্থীরা হচ্ছেন পঞ্চগড়-২:আশরাফুল আলম, ঠাকুরগাঁও-২:প্রভাত সমীর শাহজাহান আলম, দিনাজপুর-৩ :বদিউজ্জামান বাদল, দিনাজপুর-৪:রিয়াজুল ইসলাম রাজু, রংপুর-৬:অধ্যাপক কামরুজ্জামান, কুড়িগ্রাম-২:উপেন্দ্রনাথ রায়, কুড়িগ্রাম-৩:গাইবান্ধা-১:নূরে আলম মানিক, গাইবান্ধা-৩:মিহির ঘোষ, গাইবান্ধা-৫:যজ্ঞেশ্বর বর্মণ, বগুড়া-৫:সন্তোষ পাল, বগুড়া-৬:আমিনুল ফরিদ, নওগাঁ-৪ :ডা. ফজলুর রহমান, রাজশাহী-২:এনামুল হক, সিরাজগঞ্জ-৩:মোস্তফা নুরুল আমিন, কুষ্টিয়া-২:অধ্যাপক ওয়াহেদুজ্জামান পিন্টু, ঝিনাইদহ-৪:ফণীভূষণ রায়, বাগেরহাট-২:খান সেকেন্দার আলী, বাগেরহাট-৪ :শরীফুজ্জামান শরীফ।

খুলনা-১:অশোক সরকার, খুলনা-২:এইচ এম শাহাদাৎ, খুলনা-৫:চিত্ত গোলদার, খুলনা-৬:সুভাষ সানা মহিম, পটুয়াখালী-১:মোতালেব মোল্লা, পটুয়াখালী-২:শাহাবুদ্দিন মাস্টার, ভোলা-১:অ্যাডভোকেট সোহেল আহমেদ, পিরোজপুর-১:ডা. তপন বসু, পিরোজপুর-২:হাজী হামিদ, পিরোজপুর-৩:দিলীপ পাইক, টাঙ্গাইল-২:জাহিদ হোসেন খান, জামালপুর-২:মনজুরুল আহসান খান, জামালপুর-৩ :শিবলুল বারী রাজু, জামালপুর-৫:আলী আক্কাস, শেরপুর-১ :আফিল শেখ, ময়মনসিংহ-৪:এমদাদুল হক মিল্লাত।

ময়মনসিংহ-৩:হারুন আল বারী, নেত্রকোনা-১:আলকাছ উদ্দিন মীর, নেত্রকোনা-২:মোশতাক আহমেদ, নেত্রকোনা-৪:জলি তালুকদার, নেত্রকোনা-৩:আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ-৩ :ডা. এনামুল হক ইদ্রিছ, কিশোরগঞ্জ-১:অ্যাডভোকেট এনামুল হক, কিশোরগঞ্জ-২:নুরুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ :ফরিদ আহাম্মদ, গাজীপুর-২:জিয়াউল কবীর, গাজীপুর-৪ :মানবেন্দ্র দেব, ঢাকা-১:আবিদ হোসেন, ঢাকা-২:সুকান্ত শফী কমল।

ঢাকা-৬:আবু তাহের বকুল, ঢাকা-১৩:খান আহসান হাবীব লাবলু, ঢাকা-১৪:রিয়াজ উদ্দিন, ঢাকা-১৫:ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, চট্টগ্রাম-১৪:আবদুল নবী, চট্টগ্রাম-৯ :মৃণাল চৌধুরী, চট্টগ্রাম-৮:সেহাব উদ্দিন সাইফু, নোয়াখালী-৩:মুজিবল হক, কুমিল্লা-৫:আবদুল্লাহ কস্ফাফী রতন, ব্রাহ্মণবাড়িয়া-৬:অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল।

ব্রাহ্মণবাড়িয়া-৫:শাহীন খান, ব্রাহ্মণবাড়িয়া-৩:শাহরিয়ার মো. ফিরোজ, ব্রাহ্মণবাড়িয়া-২:ঈসা খান, হবিগঞ্জ-৩:পীযূষ চক্রবর্তী, সুনামগঞ্জ-২:নিরঞ্জন দাশ খোকন, শরীয়তপুর-৩ :সুশান্ত ভাওয়াল, ফরিদপুর-২:হাফিজুর রহমান, ফরিদপুর-৩ :রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর-৪:আতাউর রহমান কালু, নারায়ণগঞ্জ-১:মনিরুজ্জামান চন্দন, নারায়ণগঞ্জ-২:হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৩:আবদুস সালাম বাবুল, নারায়ণগঞ্জ-৪ :ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ-৫:অ্যাডভোকেট মন্টু ঘোষ, নরসিংদী-৪:কাজী সাজ্জাদ জহির চন্দন, মুন্সীগঞ্জ-১:সমর দত্ত এবং মুন্সীগঞ্জ-৩:শ ম কামাল হোসেন।

Bootstrap Image Preview